প্রকৃতির এক লীলাভ‚মি, বান্দরবান, লাখো পাহাড়ের পরতে পরতে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। ভোরের সোনালী সূর্যোদয় জানান দেয় এখানকার সমৃদ্ধির ইতিহাস। দুই পাহাড়ের মিলনভ‚মি যেখানে রয়ছেে অসংখ্য ঝিরি। যার কল কল ধ্বনির উজার করা আহবান মোহিত করে প্রতিটি প্রাণ। প্রাণস্পন্দিত মোহমায়া বিধৌত বিভিন্ন সম্প্রদায় ও পাহাড়ী বাঙালির মিলনমেলা সম্প্রীতির বান্দরবান প্রায় ৪ লাখ লোকের আবাস। সেই লোক সমষ্টির প্রাণীজ পুষ্টির উৎস যোগাতে আশির দশকে এখানে প্রতষ্ঠিতি হয় মৎস্য বিভাগ। প্রতিষ্ঠা কাল হতে বিভিন্ন চড়াই উতরাই পার করে মৎস্য বিভাগ আজ বিস্তৃত হয়ছেে জলোর প্রান্তিক জনগোষ্ঠির মাঝে। আমাদের চলার পথ কখনো মসৃন ছিল না। চলার পথের ঘাত প্রতিঘাতকে জয় করে আজ হাজারো ক্রীক/গোদায় সমৃদ্ধ বান্দরবান। মাছ চাষ এলাকার বেকার যুব সমাজকে অনুপ্রাণিত করেছে বেকারত্ব অবসানে। মাছ চাষ আজ অনেকের প্রধান জীবিকা। আরো অধিক উৎস্য সৃষ্টির মাধ্যমে অধিক সংখ্যক জনগোষ্ঠিকে মাছ চাষে সম্পৃক্ত করার মানসে আমাদের নিরলস প্রচেষ্ঠা জাতিকে সমৃদ্ধ করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস